ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাস্তা সংস্কার

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ

ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিল জেলার তুরা-ডালু সড়কের সংস্কার কাজের জন্য ভারত থেকে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে অফিসিয়ালি সরকারিভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে বলে বন্দরের কাস্টমস বিভাগ জানিয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজনে সংস্কারের আগ পর্যন্ত মালামাল আসতে পারে বলেও সমিতি সূত্রে জানা গেছে। সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশের উত্তরাঞ্চলের শেরপুর জেলার নাকুগাঁও স্থবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ। এ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা-ডালু সড়কে ভুটানসহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য প্রদেশ থেকে পাথর-কয়লাসহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। সম্প্রতি ভারি বর্ষণে মেঘালয়ের ডালু-তুরা সড়ক ক্ষতিগ্রস্ত হলে তা সংস্কার কাজ চলছে বলে স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে। ফলে ওই সড়কে পাথর ও কয়লাবোঝাই ভারি ট্রাক চলাচলে সড়কের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। তাই ওই সড়কের সংস্কার কাজ দ্রুত করার জন্য অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত