জামিন শুনানির আগেই জেল থেকে আসামির মুক্তি

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয় আসামি হাবিবুর রহমান নয়নকে। ওই মামলার জামিন শুনানি ছিল গতকাল সোমবার। কিন্তু জামিন শুনানির আগেই রহস্যজনকভাবে গত ২৫ জুন থেকে আসামি নয়ন কারাগার থেকে মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। বিষয়টি নিয়ে প্রবীণ আইনজীবী থেকে শুরু করে সচেতন মহলের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি বাংলা সিনেমার খলনায়ককে হার মানিয়েছে বলেও উল্লেখ করেন। আসামি হাবিবুর রহমান নয়ন জেলার মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, নয়নের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালের ২২ জুন মুলাদী থানায় থানা পুলিশ বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ জুন মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের নির্বাচন চলছিল। ওই দিন ইউনিয়নের বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী দাদন মিয়ার পক্ষে নয়নসহ তাদের সহযোগিরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনের পরিস্থিতি অস্বাভাবিক করে। ওই বছরের ১৫ ডিসেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত ওই মামলায় নয়নসহ কয়েকজন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন থানার এসআই শহিদুল ইসলাম। সূত্রে আরো জানা গেছে, মুলাদী থানার অপর একটি জিআর মামলায় নয়নকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে গত ২৮ মে নয়নের পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বিশেষ ট্রাইব্যুনালে মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে নথি তলব করে পিডব্লিউ সহকারে জামিনের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জামিনের শুনানির জন্য দিন ধার্য করেন। একাধিক প্রবীণ আইনজীবী বলেন, আইনানুসারে গত ২৮ মে’র পর থেকে নয়ন অন্য মামলায় জেলহাজতে থাকলেও অপর মামলায়ও জামিন না হওয়া পর্যন্ত সে (নয়ন) কারাভোগ করবেন। সব মামলায় জামিন হওয়ার পর কারাগার থেকে নয়নের জামিনে বের হওয়ার কথা। সূত্র মতে, নয়নের আইনজীবীরা পুনরায় ৮ জুন পুরোনো পিডব্লিউ প্রত্যাহার করে নতুন করে পিডব্লিউ ইস্যু করে জামিনের আবেদন করেন। আবেদনের শুনানির সময় বরিশালের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস অংশগ্রহণ করেন।