ফেনীতে তিন দিন ব্যাপী কৃষিমেলা

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। ২০২২-২৩ অর্থবছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করেছে ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল ফেনী সদর উপজেলা হলরুমে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান রিপন। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। মেলায় বিভিন্ন ধরনের ফসল, ফলমূল এবং প্রযুক্তির সম্মিলন হয়েছে, যা থেকে এখানের কৃষির পাশাপাশি কৃষক সমৃদ্ধ হবেন। ১২ ধরনের বীজ এবং তিনটি করে চারা বিতরণ করা হয়েছে। মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তিবিষয়ক ছয়টি স্টল বসেছে। শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।