ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে আছফিয়া আক্তার মিথিলা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সিঙ্গিমারী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আছফিয়া ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, বাড়ির পাশে খেলা করতে গিয়ে সবার অজান্তে একটি ডোবায় পড়ে যায় শিশু আছফিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পরিবারের পক্ষের কোনো অভিযোগ না থাকায় চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত