ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিকে এডিস মশার আতঙ্কে পৌর এলাকার ড্রেনগুলো পরিষ্কার করার পাশাপাশি খানাখন্দ ও ডোবায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবি জানিয়েছে পৌরবাসী। হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার পর্যন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দু’জন ও শনিবার একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আউটডোরে দু’জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সরেজমিন দেখা যায়, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় ডেঙ্গু রোগীর জন্য আলাদাভাবে মশারির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। রোগীরা বলেন, হঠাৎ জ্বর নিয়ে এলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। ডেঙ্গু আক্রান্ত মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আশরাফুল জানান, ঢাকায় আমার খালার বাড়িতে ছিলাম। মুন্সীগঞ্জে আসার পর থেকে প্রচণ্ড জ্বর ও শরীরে ব্যথা অনুভব করছি। এমন অবস্থা দেখে পরিবার আমাকে হাসপাতালে ভর্তি করে। সিভিল সার্জন ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মঞ্জুরুল আলম বলেন, মুন্সীগঞ্জের ২৫০ বেডের জেনারেল হাসপাতালে প্রতিদিন এক বা দু’জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী আসছে। ভেতরে ভর্তি থাকছে ৩ থেকে ৫ জন। এখনো কোন রোগী মারা যায়নি। উপজেলাগুলোতে এর চেয়ে কম। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বর্তমানে আক্রান্ত বেশির ভাগ রোগীই ঢাকায় বসবাস বা যাতায়াত করছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। প্রয়োজনে রাতে ঘুমানোর সময় কয়েল কিংবা মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত