ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চোরাই ট্রাক ভাঙারি করার অভিযোগে গ্রেপ্তার দুই

চোরাই ট্রাক ভাঙারি করার অভিযোগে গ্রেপ্তার দুই

রেলওয়ের জায়গায় চোরাইভাবে কেনা সচল ট্রাক কেটে ভাঙারি মালামালে পরিণত করার অভিযোগে পুলিশ দ্ইুজনকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের কাছ থেকে চোরাই ট্রাক ও অন্যান্য যানবাহনের যন্ত্রাংশ কিনে ব্যবসা করছিলেন এই অসাধু ব্যবসায়ী। দিনাজপুর কোতোয়ালি থানা ওসি তানভিরুল আলম জানান, মুন্সীপাড়া পুলিশ ফাঁড়ি ও এলাকার মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার বিকালে শহরের বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ারিং অফিসের খোলা জায়গা থেকে সচল ট্রাক কেটে ভাঙারিতে পরিণত করার সময় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেন ভাঙারি ব্যবসায়ী কাজি সারওয়ার আলমের ছেলে মো. জাবেদ কাজি ও শহরের গোলাপবাগ লিচু বাগানের একাব্বর হোসেনের ছেলে আফজাল হোসেন লিটনকে। জানা যায়, দীর্ঘদিন ধরে চোরাই ও অবৈধ লোহার যন্ত্রাংশ কিনে ব্যবসা করতেন কাজি বিয়ারিংয়ের স্বত্বাধিকারী হাজি সারওয়ার কাজী ও তার ছেলে জাবেদ কাজী। বিভিন্ন জায়গা থেকে চোরাই সচল ট্রাক এনে এখানে পানির দামে কেনার পর ট্রাকের বিভিন্ন অংশ কেটে ফেলে তা ভাঙারিতে পরিণত করা হতো। জানা যায়, জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী জাবেদ কাজি জানান গাজীপুরের গোলাম রব্বানীর কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার এই সচল ট্রাকটি তিনি ক্রয় করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত