ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়কে কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ

সড়কে কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ

ঝালকাঠি পৌর শহরের একটি সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছে স্থানীয়রা। গতকাল বেলা ১১টায় শহরের টাউন মসজিদ সড়কের বাসিন্দারা মানববন্ধন ও কচুগাছ লাগিয়ে অভিনব এ প্রতিবাদ করেন।

বক্তারা বলেন, ঝালকাঠি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত এই সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াতের সময় পড়ে গিয়ে আহত হয়। কিন্তু এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা বলেন, আজকে এই সড়কে কচুগাছ লাগিয়ে আমরা এর প্রতিবাদ এবং সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য দেন, মাহমুদ আলম সৈকত, আনিচুর রহমান, সুমন হাওলাদার ও রিফাত হোসেনসহ আরো অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত