ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল বগুড়ার ভুট্টু

বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল বগুড়ার ভুট্টু

বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে সফলতা অর্জন করেছেন বগুড়ার ভুট্টু। কৃষিপণ্য খামারে মালয়শিয়ায় দীর্ঘ ১৬ বছর ধরে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ দেশে ফিরে মাত্র দেড় বিঘা জমিতে আখ (কুশার) চাষ করে সফল হয়েছে কৃষক আজিজার রহমান ভুট্টু। কৃষক আজিজার রহমান ভুট্টুর বাড়ী বগুড়া জেলার আদমদিঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ কান্ডারীপাড়া গ্রামে। আখ দেশের খাদ্য ও শিল্পে ব্যবহার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থকরী ফসল। এমন চিন্তা মাথায় রেখেই বাড়ির পাশে নিজের দেড় বিঘা জমিতে আখ চাষ করেছেন। ২০১৮ সালে মালয়শিয়া থেকে দেশে ফিরে প্রথমে সে গ্রামের পাশে মরহুমগাড়ি নামক একটি বড় পুকুরের পার এক লাখ টাকায় লিজ নিয়ে পেঁপে ও কলা চাষ শুরু করে। প্রায় তিন বছর পেঁপে ও কলা চাষ করে প্রায় ৬ লাখ টাকা আয় করেন। এরপর কৃষক আজিজার রহমান ভুট্টুর মাথায় চিন্তা আসে সে আখ চাষ করবেন। তার চিন্তা-ভাবনা কাজে লাগাতে কৃষক আজিজার রহমান ভুট্টু পাশের কুন্দগ্রাম হাট, চাঁপাপুর হাট, নশরতপুর হাট, কড়ই হাট, শিববাটি হাটে যারা আখ বিক্রি করত তাদের কাছ থেকে আখের মাথার অংশ (চারা) সংগ্রহ করে গত বছরের জুন মাসে তার বাড়ির পাশে নিজের দেড় বিঘা জমিতে আখের মাথার অংশের চারাগুলো রোপণ করেন। রোপণকৃত ওই চারাগুলোকে দিনে দিনে পরিচর্যার পাশাপাশি পানি দেয়া, ওষুধ ব্যবহারসহ সঠিক যত্ন নেয়ায় প্রায় এক বছরের মধ্যে পরিপূর্ণ আখে পরিণত হয়েছে। এই এলাকার মাটি আখ চাষের জন্য উপযোগী না হলেও কৃষক আজিজার রহমান ভুট্টু মালয়শিয়ায় কৃষিপণ্য খামারে কাজ করার অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে তার জমিতে আখ চাষ করে সফল হয়েছেন। বর্তমানে তার ক্ষেতের আখ যেমনটা দেখতে সুন্দর, তেমনটা মোটাতাজা হয়েছে। আর এক থেকে দেড় মাস পরেই তার ক্ষেতের আখ বিক্রি করা যাবে।

কৃষক আজিজার রহমান ভুট্টু জানান, দেড় বিঘা জমিতে এক বছর আগে আখের চারা রোপণ করেন। তার ক্ষেতে মাটি সংস্কার, সেচের পানি দেয়া, ওষুধপত্রসহ প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে তার ক্ষেতে যে পরিমাণ আখ হয়েছে তা বিক্রি করলে প্রায় ১০ লাখ বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেন। বগুড়ায় কৃষি জমিতে আখ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ধান-পাটসহ বিভিন্ন জাতের ফসল চাষ করে লোকসানের বোঝা গুনতে গুনতে বিকল্প চাষ হিসেবে বেছে নিয়েছেন আখ চাষ। বগুড়ায় কিছু কৃষক নতুন ফসল হিসেবে আখ চাষ শুরু করে, তাদের সফলতা দেখে অনেকেই এখন এই আখ চাষে ঝুঁকছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত