ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওসির সেবায় মুগ্ধ গফরগাঁওবাসী

ওসির সেবায় মুগ্ধ গফরগাঁওবাসী

সত্যিকারের দায়িত্বশীল ও নিষ্ঠাবান পুলিশি আইন মেনে যেমন পেশাগত দায়িত্ব পালন করেন, তেমনি সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন পুলিশ অফিসার ফারুক আহম্মেদ। এই পুলিশ কর্মকর্তা প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ), যা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।

তিনি ২০২১ সালের ৭ অক্টোবর গফরগাঁও থানায় ওসি হিসেবে যোগদান করেন। তার সততা, নৈতিকতা, মানবিকতায় মুগ্ধ গফরগাঁওবাসী। ডিগ্রি পরীক্ষার্থী মোছা. দিপালী আক্তারকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সাবেক স্বামীর লোকজন পথ আগলে ত্যক্তবিরক্ত করতে পারে- এমন আশঙ্কার কথা গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদকে জানান দিপালী। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সেই মোতাবেক গত বুধবার পরীক্ষা শুরুর বেশ আগেই পরীক্ষাকেন্দ্র ও কেন্দ্রের বাইরে এসে হাজির হয় পুলিশ। এর পর সময়মতো গফরগাঁও পৌর এলাকার আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন দিপালী। পরীক্ষা শেষে পুলিশের গাড়িতে করে দিপালীকে তার বাড়ি পৌঁছে দেন মানবিক ওসি ফারুক আহম্মেদ। শুধু পরীক্ষার্থীকে বাড়ি পোঁছে দেয়াই নয়, আরও অনেক মানুষের সেবা তিনি করছেন। আইনশৃঙ্খলা রক্ষা প্রধান কাজ হলেও প্রায়ই দেখা যায় বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সহায়তা করছেন। প্রায় ভেঙে যাওয়া অনেক স্বামী-স্ত্রীর সংসার জোড়া লাগিয়ে দিয়েছেন। কখনো আবার দরিদ্র রিকশাচালকের রিকশা কিনতে করেছেন আর্থিক সহায়তা। সেবা নিতে এসে থানা থেকে খালি মুখে ফিরে গেছেন এমনটি হয়নি কখনো। অর্থাৎ সুযোগ পেলেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল হকের ভাষ্য, এখানকার ওসি সত্যিই একজন মানবিক মানুষ। থানায় সেবা নিতে আসা প্রার্থীরা ওসির আপ্যায়নের পাশাপাশি পেয়ে থাকেন কাঙ্ক্ষিত সেবা। সাধ্য অনুযায়ী করে থাকেন সহযোগিতা। তিনি এখানে যোগদানের পর থেকেই সেবা দিয়ে গফরগাঁওয়ের মানুষের মন জয় করে নিয়েছেন। তার সেবায় মুগ্ধ গফরগাঁওবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত