ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জয়পুরহাটে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুল আলীম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল কুদ্দুস (৫৯) ও তার ভাই আব্দুল হান্নান (৫৬), আমিনুর ইসলাম (৫১), আনোয়ার হোসেন (৪৯), দুদু (৪৯) ও ঘুটু আলম (৪৪)। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ মার্চ সদর উপজেলার বম্বু ইউনিয়নের রশিদার হিচমী ফকিরপাড়ার আব্দুল আলীম (৬২) রাতের খাবার খেয়ে পার্শ্ববর্তী কড়ই কাদিরপুর গ্রামের আব্দুল মান্নান মৌলভীর পুকুর পাহারা দিতে যান। পরদিন সকালে পুকুরপাড়ের পাশে ধানক্ষেতে তার হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম ২০০৯ সালের ৮ মার্চ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত