ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিল্পনগরীতে পরিণত হচ্ছে মাধবপুর

বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি
শিল্পনগরীতে পরিণত হচ্ছে মাধবপুর

সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুরে পরিণত হচ্ছে শিল্পনগরীতে। বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর উপজেলাটিতে স্থাপিত শিল্প কারখানাগুলো দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি হ্রাস করছে বেকার সমস্যা। প্রাকৃতিক সম্পদ গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ছাড়াও এখানে রয়েছে ছোটবড় প্রায় অর্ধশত শিল্পকারখানা। বহুকাল পূর্বে উপজেলার নোয়াপাড়া এলাকাতে সায়হাম গ্রুপের সায়হাম টেক্সটাইল (স্পিনিং), সায়হাম কটন, নিট কম্পোজিট, মিলাঞ্জ, ফয়সল স্পিনিং, সায়হাম কটন ইউনিট-২ চালু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৭ হাজার লোক কর্মরত আছেন। সফকো স্পিনিং মিলে ৫৭৫ জন নারী-পুরুষ কর্মরত থাকলেও নানা কারণে সায়হাম অ্যাগ্রো লিমিটেড ও সায়হাম জুট মিলটি বন্ধ রয়েছে। শাহজীবাজার মাজার গেইট এলাকাতে স্থাপিত স্টার সিরামিক্স ফ্যাক্টরিতে কাজ করে ৫০০ লোক। আরএকে পেইন্টস লি. এবং আরএকে মশফ্লাই লিমিটেডে নারী ও পুরুষ মিলে রয়েছে কয়েক ২ শতাধিক, কোয়াটার্জ সিলিকেট ইন্ডাস্ট্রিতে ৮০, স্টার ফরসিলিন ৯ শতাধিক এবং এসএম স্পিনিং মিলে কর্মরত রয়েছে ১ হাজার ৭০০ নারী-পুরুষ। স্কয়ার ডিনেইমস, সিপি বাংলাদেশ, তালুকদার কেমিক্যাল, শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন, কপারটেক ইন্ডাস্ট্রিজে বিরাট অংশের জনশক্তির কর্মরত রয়েছে। উৎপাদনশীল এসব কারখানায় প্রায় ২২ হাজার লোকে কর্মসংস্থান তৈরি হয়েছে। স্থাপিত শিল্পকারখানাগুলো দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি উৎপাদিত পণ্যে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে অর্থনীতি সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। এছাড়া আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ, ফার্নিসার ডিরেক্টর, যমুনা স্পিনিং মিল, সায়মন গ্রুপ, বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিক্স, এজি সিরামিকস, সায়হাম গ্রুপ, জেনিথ স্পিনিং মিল, নাহিদ ফাইন টেক্স, পাওনিয়ার গ্রুপ, স্কয়ার টেক্সটাইল, মেঘনা রাবার ইন্ডাস্ট্রিজ, এফএল গ্রুপ, বেঙ্গল পেপার ইন্ডাস্ট্রিজ, টিকে গ্রুপ, ইনডেক্স সিরামিক্স, চারু সিরামিকস, সেলিম সল্ট, মেটাডোর গ্রুপ, পেরাগন সিরামিক্স, ফিলিসিটি ফুড ইন্ডাস্ট্রিজ, বিদ্যুৎ উপকেন্দ্র এবং সরকারের একটি ৩০০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের মতো ছোটবড় প্রায় অর্ধশতাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি ভূমি ক্রয় করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। নির্মাণাধীন শিল্পকারখানাগুলোতে আরো প্রায় ৫০ হাজার লোকের কর্মক্ষেত্র তৈরির পাশাপাশি এই উপজেলাটি অপার সম্ভাবনার শিল্পাঞ্চল হিসেবে খ্যাতি লাভ করবে। উপজেলার হাড়িয়া থেকে বাঘাসুরা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণা দিয়ে শিল্প পুলিশ ক্যাম্প এবং আবাসিক গ্যাস সংযোগ স্থাপনের দাবি জানিয়ে ২০১২ সালের ৪ আগস্ট তৎকালীন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন গণ-দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে আহ্বায়ক মুহাম্মদ সায়েদুর রহমান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মন্জুর আহ্সান জানান, মাধবপুরকে শিল্পাঞ্চল হিসেবে চিহ্নিত করার জন্য কার্যক্রম চলমান আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত