ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত ৩৬

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত ৩৬

ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। এ মৌসুমে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু না থাকলেও প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে। জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল, সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে মোট ৮৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এ পর্যন্ত ২১৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৪ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত