ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২০৫০ লিটার ভেজাল মধুসহ নারী আটক

২০৫০ লিটার ভেজাল মধুসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টায় এক সাংবাদিক সম্মেলনে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান এসব তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার আশরাফ হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় প্লাস্টিকের ৬টি ড্রামে ও ৫টি প্লাস্টিকের গ্যালনে মোট ২ হাজার ৫০ লিটার মধু ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত ৪ বস্তা চিনি, চিনির মিশ্রণ তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা, কেমিক্যাল উদ্ধার করা হয়। জব্দকৃত ভেজল মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ভেজাল মধুর কারবারি কামাল হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী মরিয়ম বেগমকে আটক করে পুলিশ। তিনি আরো জানান, পালিয়ে যাওয়া কামাল হোসেনের বাড়ি শ্যামনগর উপজেলায়। কৃষ্ণনগরে আশরাফের বাড়িভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চিনি ও কেমিক্যাল ব্যবহার করে ভেজাল মধু তৈরি করে আসছিল কামাল হোসেন। এসব ভেজাল সারা দেশে পাঠাত। এঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ভেজালকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। এক সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান, উপ-পরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত