ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ

বন্যার পানি নামলেও কমেনি দুর্ভোগ

পাহাড়ি ঢল না নামায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। একই সঙ্গে কমছে যাদুকাটা, বোলাই ও রক্তি নদীর পানি। এর ফলে তলিয়ে থাকা রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে।

তবে এখনো বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে থাকায় তিন দিন ধরে সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ায় উজানের পাহাড়ি ঢল নামেনি। যার ফলে সুনামগঞ্জের নদীর পানি কমতে শুরু করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত