ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে আগের দামেই সয়াবিন তেল বিক্রি

শেরপুরে আগের দামেই সয়াবিন তেল বিক্রি

দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হলেও শেরপুরে আগের দামে বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করলেও শেরপুরের অনেক ব্যবসায়ী জানিয়েছেন, তারা এ তথ্য জানেন না। সরেজমিন গত বুধবার দুপুরে জেলা শহরের প্রধান পাইকারি বাজার নয়ানীবাজারে গিয়ে দেখা যায়, অনেক ব্যবসায়ী দাম কমানোর কথা জানেন না। বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, দাম বাড়লে সরকারি লোকজন এসে মোবাইল কোর্ট করে; কিন্তু দাম কমলে কেউ আসে না। দাম কমলে বা বাড়লে তাদের অফিসিয়ালি জানানো হয় না বলে সমন্বয় করতেও এক সপ্তাহ লেগে যায়। বিপ্লব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নন্দ লাল সরকার বলেন, আগের দামে কেনা তেল কম দামে বিক্রি করলে তাদের লোকসান হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত