বীরগঞ্জে আদিবাসীর জমি দখলের চেষ্টা

পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

গতকাল শনিবার সকালে দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা আদিবাসী পল্লিতে একই ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের আব্দুল্লাহেল বাকির ছেলে আশরাফুল, মোস্তফা ও জামাতা এনামুল হকের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আদিবাসীর রেকর্ডীয় জমির মালিক জাকব কিসকু, মার্কুস কিসকু ও জহন কিসকুর সনকা মৌজার ৭৭, ৮২, ৮৩, ৮৬, ১১৮-সহ বিভিন্ন দাগের ৯ একর ৩০ শতাংশ জমিতে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলের চেষ্টা করলে আদিবাসী জমির ওয়ারিশরা ক্ষিপ্ত হয়ে জমিতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র, তির-ধন্নুক নিয়ে জমির উপর দাঁড়িয়ে থাকলে সন্ত্রাসী বাহিনীর সঙ্গে বাকবির্তক সৃষ্টি হলে কে বা কাহারা বীরগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে শান্ত করে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে। এ ব্যাপারে জমির ওয়ারিশ আদিবাসীরা নিরুপায় হয়ে সহকারী জজ আদালতে মামলা করেছেন যা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে আশরাফুলের পিতা আব্দুল্লাহেল বাকির কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৯৯ সালে নিলামের মাধ্যমে জমিগুলো ক্রয় করা হয়েছে। তার কাছে কাগজপত্র দেখতে চাইলে, তিনি কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেছেন। জমি দখলকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।