ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে পানিবন্দি ২০ হাজার মানুষ

ভূরুঙ্গামারীতে পানিবন্দি ২০ হাজার মানুষ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুধকুমার নদের পানি দু’কুল উপচিয়ে ৭টি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নদী তীরবর্তী ২০ হাজারেরও অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় দুধকুমার নদের পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। গবাদিপশুর খাবার সংকটের কারণে বিপাকে পড়েছে সংশ্লিষ্টরা। গতকাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নতুন করে কোনো গ্রাম প্লাবিত না হলেও পানিবন্দি হয়ে পড়েছে শিলখুড়ি ইউনিয়ন উত্তর ধলডাঙ্গা, কাজিয়ারচর, চরপাড়া, নামাচর, চর উত্তর তিলাই ও শালজোড় গ্রাম প্লাবিত হয়েছে। তিলাই ইউনিয়নের ঢাকাইয়া পাড়া, বটতলা, বয়জুল্লারচর ও খোঁচাবাড়ি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয় ছড়ার পাড়, মাঝিপাড়া ও নলেয়া গ্রাম পানিতে তলিয়ে গেছে। চরভূরুঙ্গামারী ইউনিয়ন ইসলামপুর, ধুলারকুটি, হুচারবালা, আরাজি পাইকডাঙ্গা, শিমুলতলা, খাসেরচর, চরুয়াটারি, কদমতলা, ভেল্লিকুড়ি ও ত্রিমোহনী গ্রাম তলিয়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত