ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গলাকেটে হত্যা

চকরিয়ায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গলাকেটে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় এরশাদ আলী (২৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি হেলথ কেয়ারের সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে চকরিয়ায় কর্মরত ছিলেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আভ্যন্তরে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আশিক বিল্লাহ (৩৪) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তিনি একই ওষুধ কোম্পানির চকরিয়া ডিপোর অধিনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) এমআর পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। পুলিশের দাবি, এরশাদ আলী হত্যাকাণ্ডের পর তার সহকর্মী আটককৃত আশিক বিল্লাহর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে অন্ধকারে কিছু লোক ধস্তাধস্তি করতে দেখা যায়। এক পর্যায়ে তারা সেখানে একজনকে গলায় জবাই করে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘাসের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শী একজন চিৎকার দেন। এ সময় অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও এসে দেখতে পায় এক যুবকের নিথর দেহ ঘাসের ওপর পড়ে আছে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে এক যুবক একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত