হাবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামরুল হুদা হেলাল, দিনাজপুর

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, প্রতিটি ফ্লোরে পানির সরাসরি লাইন, ডাইনিংয়ের খাবারের মান উন্নত, হলে প্রবেশের সর্বশেষ সময় রাত সাড়ে ৮টা, গেস্ট এলাও এবং অভিভাবকদের যথেষ্ট সম্মান দেয়াসহ ১০ দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা। গত শনিবার রাত সাড়ে ৯টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা নানান স্লোগান দিতে থাকেন। পরে রাত ১টায় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন। শিক্ষার্থীদের ১০ দফা দাবি হলো- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, প্রতিটি ব্লকে হিটার, প্রতিটি ফ্লোরে পানির সরাসরি লাইন, বাথরুম ও করিডোরে পর্যাপ্ত লাইট ও থ্রি-প্লাগ সুইচ দিতে হবে, ডাইনিংয়ের উন্নতমানের খাবার, হলে প্রবেশের সর্বশেষ সময় রাত সাড়ে ৮টা নির্ধারণ, হিটার চেক করার নামে হেনস্তা বন্ধ, গেস্ট এলাও এবং অভিভাবদের সঙ্গে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলা, লিফট ও রিডিংরুমের ব্যবস্থা করা, বিশেষ কারণে রাতে হলে ফিরতে দেরি হলে অকথ্য ও অপমানসূচক ভাষায় কথা বলা যাবে না। এছাড়াও নবনির্মিত ছাত্রী হলের একটি স্থায়ী নামকরণের দাবিও জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত শুক্রবার রাত থেকে হলে বিদ্যুৎ নেই। সকালে কিছু সময়ের জন্য আসলেও আবার চলে যায়। পরে বিদ্যুৎ আসে। কিন্তু গত শনিবার রাত থেকে আবার বিদ্যুৎ না থাকায় আমরা খাওয়াদাওয়া, পড়াশোনাসহ নিত্যকার কাজকর্ম করতে অনেক ভোগান্তির শিকার হচ্ছি। অভিযোগ রয়েছে, কনস্ট্রাকশনের সময় নিম্নমানের তার ব্যবহার করায় বিদ্যুতের লাইনের উপর চাপ পড়লে তা লোড নিতে পারছে না। ফলে হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। হলের নির্মানকাজ শেষ হওয়ার পর কাজ ঠিকভাবে বুঝে না নিয়ে দ্রুততার সঙ্গে হলে ছাত্রী উঠানোয় কিছু বিষয়ে অসংগতি থেকে গেছে। এ ব্যাপারে নবনির্মিত ছাত্রী হলের হল সুপার অধ্যাপক ড. আফরোজা খাতুন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে বসব। এরপর আমরা যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হবো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিদ্যুৎ বিভ্রাট সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের ১০ দফা দাবি থেকে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব।