মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনসহ ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। চলতি বছরে এখন পর্যন্ত ১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মো. কাউছার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগীর ১৩ জন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখনো ডেঙ্গুতে কেউ মারা যায়নি। জুলাই মাসে আক্রান্ত রোগীর হার বেশি। চলতি বছরের জানুয়ারি মাসে চারজন, ফেব্রুয়ারিতে চারজন, মার্চে দুইজন, এপ্রিলে তিনজন, মে মাসে ১২ জন, জুনে ৪৮ জন ও জুলাই মাসে এখন পর্যন্ত ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ বাহা উদ্দিন জানান, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তের হার উদ্বেগজনক নয়। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় ৩৬ বেডের ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এখন পর্যন্ত এই হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। জেলার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও আমরা চিকিৎসাসেবা দিতে প্রস্তুত আছি।