কিশোরগঞ্জে সড়ক উন্নয়নে গ্রামবাসীর মতবিনিময় সভা

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তাঘাট উন্নয়নের মতবিনিময় সভা করেছে গ্রামবাসী। গত শনিবার বিকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শাহ আলম খোকনের সভাপতিত্বে ও সাংবাদিক মো. সুমন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিলন, আব্দুল মোমেন মাস্টার, পুলেরঘাট বাজারের ব্যবসায়ী খুরশিদ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, মাওলানা ইব্রাহীম আনোয়ার, শফিকুল ইসলাম মাস্টার, প্রবাসী হাবিবুর রহমান লিটন, নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য ইছব আলী ও আব্দুল হাই প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়নের দিক থেকে এ উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন চন্ডিপাশার ঘাগড়া গ্রাম। স্বাধীনতার ৫০ বছর পর এ গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সবচেয়ে খারাপ যাতায়াতব্যবস্থা। বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগের অন্ত থাকে না।