ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কয়েলের আগুনে পুড়ল ছাগলসহ চার গরু

কয়েলের আগুনে পুড়ল ছাগলসহ চার গরু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মশার কয়েলের আগুনে পুড়ে কৃষক মো. মোতালেব মিয়ার চারটি গরু ও দুইটি ছাগলের মৃত্যু হয়েছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির। গত শনিবার দিনগত রাত ৩টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মোতালেব মিয়া জানান, মশার উপদ্রব থেকে গরু ও ছাগলকে রক্ষা করার জন্য নিয়মিত মশার কয়েল ও গোবরের লাঠি ব্যবহার করি। কিন্তু শনিবার রাত ৩টার দিকে দেখি গরুর ঘরের চারপাশে আগুন। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে গোয়াল ঘরে থাকা চারটি গরু ও দুইটি ছাগলের মৃত্যু হয়েছে। সব মিলে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বালিয়াকান্দি উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হেনা বলেন, মশার কামড় থেকে গরু, ছাগল রক্ষা করার ক্ষেত্রে খামারি ও কৃষকদের আরো অধিক সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি। যাতে এ রকম দুর্ঘটনা আর না ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত