নড়াইলে নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটছে কারিগরদের

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। একইসঙ্গে চলছে পুরনো নৌকা মেরামতের কাজও। বর্ষায় নৌকা তৈরি করলেও বাকি সময় বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকেন তারা। জানা যায়, বর্ষাকালে নিম্নাঞ্চল ও বন্যাকবলিত এলাকায় মানুষের পারাপারে নৌকা ব্যবহার করে থাকেন অনেকে। রাস্তাঘাট তলিয়ে গেলে নৌকা, কলাগাছের ভেলা পারাপারের একমাত্র ভরসা হয়ে ওঠে। মিন্টু মল্লিক নামে এক কারিগর বলেন, বর্ষার তিন মাস নৌকা তৈরির কাজ করি। দুই দিনে একটি নৌকা তৈরি করা যায়। দুই থেকে আড়াই হাজার টাকা মজুরি পাই। মোক্তার মোল্যা নামের এক কাঠ ব্যবসায়ী জানান, বর্ষা এলে নৌকা বানিয়ে বিক্রি করি। গত ৯ বছর ধরে এ কাজ করছি। এ সময় আমার কারিগররা দম ফেলার সময় পান না। জুন মাস থেকে নৌকা তৈরি কাজ শুরু হয় আগস্টের শেষ পর্যন্ত নৌকা তৈরি ও বিক্রি হয়। মিটু মোল্যা নামের আরেক কাঠ ব্যবসায়ী জানান, ৮-৯ হাত দৈর্ঘ্যরে নৌকা ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নৌকা বড় হলে দামও বাড়ে। গত কয়েক দিনে আমি বেশ কয়েকটি নৌকা বিক্রি করেছি।

বাজারে নৌকা কিনতে আসা বড়নাল গ্রামের মিন্টু মল্লিক বলেন, বন্যায় নিচু সড়ক ডুবে যায়। বিলের ধান আনা, পরিবারের সদস্যদের পারাপারের জন্য ৯ হাজার ৫০০ টাকা দিয়ে একটি নৌকা কিনেছি। এ বিষয়ে নড়াইল বিসিকের উপ-ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন জানান, নৌকা তৈরির কারিগরদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তাদের দক্ষতা বৃদ্ধিসহ এ শিল্পের উন্নয়নে যা যা করা দরকার সেটি করা হবে।