অর্ধশতাধিক বিদ্যালয়ে বন্যার পানি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলার অর্ধশতাধিক বিদ্যালয়ে সাময়িকভাবে পাঠদান বন্ধ রাখা হয়েছে। গত রোববার জেলার শিক্ষা বিভাগ এই নির্দেশনা দেয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নাগেশ্বরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে উলিপুরে ছয়টি, কুড়িগ্রাম সদর উপজেলায় ছয়টি, চিলমারীতে আটটি, ফুলবাড়ীতে সাতটি, রৌমারী ও ভূরুঙ্গামারীতে একটি করে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। এছাড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, নাগেশ্বরীতে ১০টি এবং ভূরুঙ্গামারী ও উলিপুরে একটি করে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাময়িকভাবে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। এছাড়া ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় একটি করে বিদ্যালয় বন্ধ রয়েছে।