কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

বর্তমানে স্বাস্থ্যসেবা জরিপে প্রথম স্থানে থাকা গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ডাক্তার সংকট রয়েছে। গতকাল সকালে কাাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচনার বিষয় ছিল ডাক্তারের সংকট। কর্তৃপক্ষ জানায়, এ অবস্থা চলতে থাকলে ভেঙে পড়তে পারে কাপাসিয়ার স্বাস্থ্যসেবা। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান। কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সমাজ সেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. রাহিমা খাতুন প্রমুখ।