নবাবগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নবাবগঞ্জ প্রতিনিধি

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের একটি রাস্তায়। এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। কয়েকদিনের টানা বৃষ্টিতে গুরুত্বপূর্ণ রাস্তাটিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, একটু বৃষ্টি হলেই দেওতলা ছত্তর মৃধার বাড়ি থেকে ডিটিএস মাঠ এবং দেওতরা দূর্গা মন্দির থেকে মাইকেল মেম্বার বাড়ি পর্যন্ত রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সবচেয়ে বেশি ভোগান্তির শিকারী নারী ও স্কুল শিক্ষার্থীরারা। স্কুল শিক্ষক স্থানীয় বাসিন্দা রনজিৎ কুমার মন্ডল বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তাটি তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চলাচলের চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় ও পথচারিদের। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তাদেরকে হাট, বাজার, স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ স্থানে যেতে হলে এই রাস্তাটির বিকল্প নেই। কিন্ত একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে প্রসূতি রোগীরা। স্থানীয় ইউপি সদস্য লিটন শিকদার জানান, রাস্তাটির ব্যাপারে তিনি অবগত। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থাসহ জলবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।