ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৭

ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়েও। ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২০ জন। তাদের মধ্যে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন ৭ জন রোগী। এদের মধ্যে অধিকাংশই রোগী ঢাকা থেকে আগত। বর্ষা এলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রায় সারাদেশেই দেখা যায়। এতে প্রাণহানিও ঘটে অনেক। অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও এবার ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্তু ডেঙ্গুতে ২০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত রোববার বিকেলে সরেজমিনে গেলে দেখা যায়, ২০ জন রোগীর মধ্যে ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর ৭ জন রোগী ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটে এখনো ভর্তি আছেন। রোগীরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনের মধ্যে অনেকেই ঢাকা থাকতেন। সেখান থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা। ঠাকুরগাঁওয়ে বাড়ি হওয়ায় তারা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা ভালো হলেও তবে হাসপাতাল থেকে স্যালাইন ও ওষুধপত্র পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত