কুড়িগ্রামে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

‘সবুজ করি কুড়িগ্রাম’ এই স্লোগান নিয়ে কুড়িগ্রামে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে গতকাল দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু সমোস্তাফিজ প্রমুখ। কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল এবং কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জেলার সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে জেলা পুলিশ পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। বৃক্ষরোপণ শেষে ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম পুলিশ লাইন্স হলরুমে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।