ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পাঁচ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। তারা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন। রাজবাড়ী সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, রাজবাড়ীতে চলতি বছরের মে মাস থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। মে মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল দুইজন। এপ্রিল মাসেও ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল দুইজন। তবে জুন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। জুন মাসে জেলায় মোট ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। জুলাই ১ তারিখ থেকে জুলাই ১৭ তারিখ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয় ৫৫ জন। চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ায় ৭৪ জনে। বর্তমানে জেলার পাঁচটি হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৮ জন, পাংশা হাসপাতালে দুইজন, কালুখালি হাসপাতালে দুইজন, বালিয়াকান্দিতে চারজন ও গোয়ালন্দ হাসপাতালে তিনজন রোগী ভর্তি আছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, গতকাল থেকে আজকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। সদর হাসপাতালে ডেঙ্গুর জন্য সকল ধরনের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গুর জন্য তিনটি পরীক্ষা করতে হয়। হাসপাতালে তিনটি পরীক্ষায় করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত