ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাসপাতালে ২২

বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাসপাতালে ২২

শেরপুরে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ১৫ দিনে শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে পাঁচজন। এদের মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালে চারজন এবং ঝিনাইগাতি হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। দিন যত যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তত বাড়ছে। ঈদের আগে শেরপুরের হাসপাতালে রোগীর সংখ্যা ছিলো মাত্র তিনজন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন তাদের প্রায় সবাই ঢাকায় কর্মস্থলে ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরপুরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রোগী ও তাদের স্বজনদের সূত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে শেরপুর পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত বড় কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ লক্ষ্য করা যায়নি। ফলে পৌরবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানায়, গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং চিকিৎসার সব ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত