ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে ব্রহ্মপুত্রের ভাঙন

বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
জামালপুরে ব্রহ্মপুত্রের ভাঙন

তীব্র ভাঙন শুরু হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মাদ্রাসা, মসজিদ, বাজারসহ বসতবাড়ি। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঝালুরচর বাজারের পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। এদিকে উপজেলার চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ভাঙনে মন্ডলবাজার-খোলাবাড়ী সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। হুমকির মুখে রয়েছে দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, মন্ডলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ঘরবাড়ি। বাহাদুরাবাদ এলাকার সিদ্দিকুর রহমান বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনের ফলে অনেক মানুষের ঘরবাড়ি নদীতে ভেঙে চলে গিয়েছে। এখন যেভাবে নদী ভাঙা শুরু হয়েছে, ব্যবস্থা না নিলে রাস্তাঘাট বাজারসহ সব কিছুই ভেঙে যাবে। ঝালোরচর বাজারে এলাকার সুলাইমান বলেন, গত কয়েক বছর ধরে একটু একটু ভাঙে, এ বছর পানি আসার সাথে সাথে তীব্র আকারে ভাঙন শুরু হয়েছে। ভাঙন দেখে লোকজন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। অনেক লোকজনের ঘরবাড়ি ভেঙে গেছে। চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত কয়েক বছর ধরেই বন্যার সময় ভাঙন শুরু হয়। এ বছরও নদীতে পানি আসার সাথে সাথেই ভাঙন শুরু হয়েছে। আর মন্ডলবাজার-খোলাবাড়ী সড়কটি পানির স্রোতে ভেঙে গেছে। চলাচলের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ব্রহ্মপুত্রের ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জের ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে জরুরিভাবে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত