ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাঁচটি টিম পৃথক ভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী টিমের সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকা এবং হাটবাজারে ডেঙ্গু ছড়াতে পারে এমন স্পর্শকাতর এলাকায় গিয়ে অভিযান পরিচালনা কারে। বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে আবারও অভিযান করা হবে। যারা স্বাস্থ্য না মানবে তাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, চলতি মাসে ডেঙ্গু ঢেউয়ে ঝালকাঠি জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ জন আক্রান্ত হয়েছে এবং ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৫০ জন আক্রান্ত হয়েছে এবং সদর হাসপাতালসহ অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত ২০ জন ভর্তি রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত