চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষ করে সরকারি জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ১০ জন করে নতুন রোগী ভর্তি হচ্ছেন, যার ফলে হাসপাতালের নিয়মিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। গত মঙ্গলবার বিকালে সদর হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নুরুদ্দিন মো. জাহাঙ্গীর জানান, গত কয়েক মাস ধরেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে জুলাই মাসে এর প্রকোপ আরও বেড়েছে।