পুলিশের জনসচেতনামূলক সুধী সমাবেশ

প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনা মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের শত্রু। এসব কর্মকাণ্ড একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি কিশোর অপরাধ, মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। এছাড়া, তিনি হ্যালো এসপি সেবা, লাইভ ব্লাড ব্যাংক বন্ধন, ৯৯৯ জাতীয় জরুরি সেবার বিষয়টিও সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, পুলিশের সেবাদানের পদ্ধতিগুলো সম্পর্কেও মানুষকে জানতে হবে। তাহলে অধীক মানুষ এই সেবার আওতায় আসার সুযোগ পাবে। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইনূল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, ঠাকুরাকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মৌগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবুনী, ঠাকুরাকোণা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান জামাল প্রমুখ বক্তব্য দেন।