ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চায়না জালে সয়লাব যমুনা

হুমকিতে জীববৈচিত্র্য ও দেশীয় মাছ
চায়না জালে সয়লাব যমুনা

পাবনায় চায়না দোয়ারি জালে সয়লাব যমুনা নদী। বর্ষার পানি বৃদ্ধিতে এ জালে জেলেরা অবাধে মাছ ধরছে নদীতে। বর্ষার শুরুতে নদীর নতুন পানিতে ভেসে আসা পোনা ও ডিমওয়ালা মা মাছ নিধনের ফলে কমছে দেশীয় মাছের উৎপাদন। চায়না জালে মাছ ধরার কাজ দিনে কম থাকলেও সন্ধ্যা থেকে চলে গভীর রাত পর্যন্ত। এ দৃশ্যের দেখা মেলে ঢালারচর, কাজিরহাট, নগরবাড়ি, বক্তারপুর, নেওলাইপাড়া, আওয়ালবাধ, নাকালিয়া, মোহনগঞ্জসহ পাবনায় বয়ে চলা যমুনা নদীতে। এমনকি দেখা মিলবে গ্রামগঞ্জের মাঠে ঘাটেও। শুধু জেলে নয় প্রতিটি ঘরে ঘরে এ জাল ব্যবহারের যেনো মহা উৎসব চলছে। এ জালের ধোঁকায় পড়ে বিলুপ্তির পথে দেশের পোনামাছ, কাঁকড়া, কুঁচিয়া, শামুক, জোক, কচ্ছপ, বিভিন্ন জলজ প্রাণী। ফলে এ জাল ব্যবহারের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে এবং ভবিষ্যতে দেশি প্রজাতির মাছ চরম অস্তিত্ব-সংকটে পড়বে। এ বিষয়ে স্থানীয় মৎস্যচাষি আবু সাইদ বলেন, বর্তমানে আমাদের দেশে অগাধ চায়না দোয়ারি হয়ে গিয়েছে সেই কারণে নদীতে পুকুরের কোথাও মাছ পাওয়া যাচ্ছে না। সরকারিভাবে এই জাল নিষিদ্ধ করার আহ্বান জানাই। এ বিষয়ে স্থানীয় মোহাম্মদ মুকা বলেন, চায়না দোয়ার এ দেশটাকে নষ্ট করে দিয়েছে। হাটেবাজারে সবখানে চায়না দোয়ার। প্রশাসন, সরকার যদি চায়না দোয়ার বন্ধ না করে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মাছ খেতে পারবে না। এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী বলেন, চায়না দোয়ারির বিরুদ্ধে আমরা এ মাসেও তিনটি অভিযান পরিচালনা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত