ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাদুল্লাপুরে পুকুরে ডুবে মামি ভাগনির মৃত্যু

সাদুল্লাপুরে পুকুরে ডুবে মামি ভাগনির মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ঘাস পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে জীম বেগম (২৪) ও তার ভাগনি উরমিলা আক্তারের (১১) মৃত্য হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জীম বেগম ওই গ্রামের আব্দুল ছালেক মিয়ার স্ত্রী ও উরমিলা আক্তার একই গ্রামের রহুল আমিনের মেয়ে। তারা সম্পর্কে মামি ও ভাগনি। স্বজনরা জানান, ওই সময় জীম বেগম পুকুরে ঘাস ধৌত করতে গিয়ে উরমিলা আক্তার পানিতে ডুবে যায়। এ সময় শিশুটিকে উদ্ধার করতে জীব বেগম পানিতে লাফ দেয়। এতে দুজনে হাবুডুবু খেতে থাকে। আশপাশ লোকজন ঘটনাটি টের পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসে খরব দিলে ঘটনা স্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পরবর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জীম বেগম ও উরমিলা খাতুন মারা যায়।

এ তথ্য নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুর রশিদ মণ্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

এ ব্যাপারে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার রায় বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীম ও উরমিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত