ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি.কম’র সভাপতিত্বে গতকাল শহরের রেডিক্স হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ। এসময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জেলার যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো দলীয়ভাবে সামাধান কর?তে হবে। ঐক্যবদ্ধ রাজনীতির মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ এক থাকলে কারো কোনো সাধ্য নেই দলকে হারাবে। স্বাধীনতা রক্ষার জন্য যারা বিরোধী শক্তি হিসাবে কাজ করছে, তাদের স্বাধীনতা নৎসাত করতে দেয়া হবে না বলে জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার বলেন, শুসেন যেভাবে সদর থানা আওয়ামী লীগকে গড়ে তুলছে, এটি রাজনীতির জন্য উদাহরণ। নির্বাচনকে সামনে রেখে সবাই মিলেমিশে কাজ করতে হবে। ইউনিয়নভিত্তিক পরিকল্পনা করে যেখানে আওয়ামী লীগের ভোট কম সেখানে যেতে হবে। তিনি বলেন, বিরোধীদলকে ছোট করে দেখানোর সুযোগ নেই। রাজপথে শক্ত অবস্থানে থেকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, একে অপরের সঙ্গে কাদা ছুটোছুটি না করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দলের প্রয়োজনে সবাইকে একযোগে কাজ করতে হবে। নির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে বিনা কারণে কোনো নেতা ফেনী শহরে অবস্থান করতে পারবে না।

এটি নিজাম হাজারীর সিদ্ধান্ত। কাজের জন্য কোনো তদবির নির্বাচনের আগে করা যাবে না। তিনি বলেন, আগামী ২৭ থেকে ৩০ জুলাই সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক কর্মিসভা অনুষ্ঠিত হবে। শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। বঙ্গবন্ধুর ভাষণ সব জায়গায় প্রচার করতে হবে। এছাড়াও সেপ্টেম্বর মাসে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাসহ বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবলীগ ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আবছার আপন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। এছাড়াও সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।