ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে শ্রীঘরে বর

কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে শ্রীঘরে বর

যশোরের কেশবপুরে এক স্কুলছাত্রীকে বিয়ের অপরাধে বরকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনার করেন। জানা গেছে, উপজেলার হাঁড়িয়াঘোপ গ্রামের হযরত বিশ্বাসের ছেলে শরিফুল ইসলামের (৩৩) সঙ্গে শেখপুরা গ্রামের মনিরুল ইসলাম দালাল এর স্কুলপড়ুয়া মেয়ে রিমা খাতুন (১৫) এর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পরেরদিন ছেলের বাড়িতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বৌ-ভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বরের বাড়িতে উপস্থিতি হয়ে বাল্যবিয়ের সত্যতা পেয়ে বর শরিফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নববধূ বাড়ি থেকে পালিয়ে যায়। বাল্যবিয়ের ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, বাল্যবিয়ে করার অপরাধে বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে সমাজের সব শ্রেণি পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা বড়ই প্রয়োজন। এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, বাল্যবিয়ে করার অপরাধে ১ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গত বৃহস্পতিবার বিকেলে যশোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত