ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে দুই জেলে আটক

অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে দুই জেলে আটক

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশির ছোট আংটিহারা গ্রামের নুরুল হুদা ও সাদ্দাম নামে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন সুন্দরবনের ভায়লার খালে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে একটি ডিঙ্গি নৌকাসহ তাদের আটক করেন। অভিযানে আরেকটি ডিঙ্গি নৌকা, হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালি জাল ও দুই বোতল কর্ডবিষ জব্দ করা হয়। আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোড়ল আলী অভিযোগ করে বলেন, আটক দুই জেলের নৌকায় হরিণ ধরার ফাঁদ, বিষের বোতল, মাছ, জাল এসব কিছু ছিল না। আটক হওয়া অপর ডিঙ্গি নৌকায় যাদের আটক করা সম্ভব হয়নি তাদের নৌকায় রক্ষিত অবৈধ মালামাল জেলে সাদ্দাম ও নুরুল হুদার নৌকায় জব্দ দেখিয়ে মামলা দেওয়া হয়েছে। নিরীহ জেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে স্টেশন কর্মকর্তা হয়রানি করছে বলে ইউপি চেয়ারম্যান জানান। এ ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনে সুন্দরবন পশ্চিম বন বিভাগীয় কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত