ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে জুলেখা বেগম (৬৬) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টায় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মনিকুড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা বেগম ওই এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুলেখা বেগম বেশকিছু দিন ধরে বলে আসছিল তার শরীর জ্বালাপোড়া করে, তাকে কেউ তাবিজ-কবজ করেছে। গত বুধবার ওই বৃদ্ধা তার ছেলেকে এসব কথা বলেন। কিন্তু ছেলে তার কথা বিশ্বাস করেনি। মাকে বুঝাতেন যে তাবিজ-কবজ বলতে কিছু নেই। এসব মিথ্যা ধারণা। কিন্তু বৃদ্ধা বলত তোরা যদি বিশ্বাস না করিস, তাহলে আমি নিজের গলা দা দিয়ে কেটে ফেলব। ঘটনার দিন বিকালে ছোট ছেলে প্রাইভেট পড়ানোর জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। তখন বৃদ্ধা তার ছেলেকে বলেন আমার শরীর জ্বালাপোড়া করছে, আমাকে কেউ তাবিজ-কবজ করছে। ছেলে তাকে বুঝিয়ে বলে এসব কিছু না। তখনো জুলেখা বেগম ছেলেকে বলে বিশ্বাস করিস না তো, দা দিয়ে গলা কাটলে পড়ে বুঝবি। এই কথা শুনে ছেলে প্রাইভেট পড়াতে চলে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে নিজ ঘরে গলাকাটা অবস্থায় দেখতে পেরে ডাক-চিৎকার দেয়। স্থানীয়রা এসে এমন অবস্থা দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওসি সুমন চন্দ্র রায় বলেন, মরদেহ উদ্ধার করার সময় বৃদ্ধার এক হাতে দা ধরা অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত