কালিয়াকৈরে সড়কে গর্ত

বড় দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাগর আহম্মেদ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে রাতে কালিয়াকৈর-ধামরাই সড়কের মাঝে হঠাৎ করেই সুড়ঙ্গ আকৃতির বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গতকাল বিকাল পর্যন্ত কোনো খোঁজখবর নেয়নি সংশিষ্ট সড়ক বিভাগ। ফলে গর্তের পাশ দিয়ে আতঙ্কে ও ঝুঁকিতে চলাচল করছে যানবাহন। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তবে রাতে বড় দুর্ঘটনার সম্ভাবনা বেশি বলেও জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিন খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়াকৈর-ধামরাই সড়কটির উন্নয়ন কাজ করেছে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ। যদিও এ সড়ক উন্নয়নকাজে সড়ক বিভাগের নানা অনিয়মের অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এ উপজেলা ছাড়াও ওই সড়কে দিয়ে চলাচল করে ঢাকা, ধামরাই, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মির্জাপুর, ময়মনসিংহ, গাজীপুরের শ্রীপুরসহ বিভিন্ন জেলা-উপজেলার হাজার হাজার যানবাহন। দিন দিন খুব বেশি ব্যস্ততম হয়ে পড়ছে সড়কটি। গত শুক্রবার রাতে হঠাৎ করেই উপজেলার শ্রীফলতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে সড়কটি ধসে প্রায় ৫ থেকে ৬ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। ওই দিন রাতেই গর্তে পড়ে আহত হয়েছেন কয়েকজন মোটরসাইকেল আরোহী। আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহতরা। এরপর দুর্ঘটনা রোধে আহত মোটরসাইকেল আরোহী ও স্থানীয়রা ওই সুড়ঙ্গে বাঁশ, রশি ও লাল নিশান উড়িয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির উন্নয়নকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। তবে রাতে বড় দুর্ঘটনার সম্ভাবনা বেশিসহ জনদুর্ভোগের কথাও জানিয়েছেন স্থানীয় লোকজন। দ্রুত সুড়ঙ্গ মেরামতের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় মিনহাজ হোসেন ও হুমায়ূন আহমেদ ইমু জানান, প্রথমে সেখানে একটা ট্রাক ফেঁসে যায়। দুর্ঘটনার আতঙ্কে সে ট্রাক থেকে কয়েকজন লাফিয়ে পড়েন। পরে গর্তটি বড় আকার ধারণ করে। এরপর দুর্ঘটনা এড়াতে সেখানে বাঁশ পুতে লাল নিশান দেওয়া হয়েছে। দ্রুত সেখানে মেরামতের দরকার হলেও এখন পর্যন্ত সড়ক বিভাগের কেউ আসেনি। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী অভি আহম্মেদ সুজন জানান, ওই সুড়ঙ্গ বা গর্তের বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তবে খুব তাড়াতাড়ি সেটা মেরামতের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আমরা পর্যবেক্ষণ করে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানাব; যাতে ওই ক্ষতিগ্রস্ত স্থানটি দ্রুত মেরামত করা হয়।