ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্কুলব্যাগ পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা

স্কুলব্যাগ পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা

খাগড়াছড়ির গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থী পেল স্কুলব্যাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামছুল আহসান মাকসুদের সহযোগীতায় সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিনের উদ্যোগে এসব স্কুলব্যাগ বিতরণ করা হয়। গতকাল বেলা ১১টার দিকে গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙার গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন। এ সময় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা, মাটিরাঙা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত