ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাঠ চুরির অপবাদ

স্কুলছাত্রকে বনপ্রহরীদের মারধর

স্কুলছাত্রকে বনপ্রহরীদের মারধর

কাঠচুরির অপবাদে হাসিবুর রহমান (১২) নামে এক স্কুলছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে বনপ্রহরীদের বিরুদ্ধে।

গত শুক্রবার রাতে উপজেলার গজনী ফরেস্ট বিট অফিসে ঘটনাটি ঘটে। হাসিবুর রহমান কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের আব্দুর রশিদের ছেলেও রাংটিয়া আপন শিক্ষা পরিবার নামে প্রাইভেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

হাসিবুর রহমান জানায়, শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশ দিয়ে ঘোড়ার গাড়িতে করে কাঠ নিয়ে যাচ্ছিল।

এ সময় ঘোড়ার গাড়িটি আটকে গেলে গাড়ি চালক হাসিবুর রহমানকে গাড়িটি ধাক্কা দিতে বলে। হাসিবুর গাড়িটি ধাক্কা দেয়।

এ অভিযোগে বনপ্রহরীরা হাসিবুর রহমানকে ধরে তাদের অফিসে নিয়ে সারারাত নির্যাতন চালানো হয়। গত শনিবার সকালে হাসিবুরের পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ কল দিলে থানা পুলিশের হস্তক্ষেপে হাসিবুর রক্ষা পায়।

পরে হাসিবুর রহমানকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রাংটিয়া ফরেস্ট রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ সাংবাদিকদের বলেন ওই ছেলে কাঠ চুরের সাথে জড়িত বিধায় তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত