টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী সাহিত্য মেলা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় ৩০টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রস্তুতি সভায় ত্রিবেনী গণসাংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ রাখাল কিশোর ঠাকুর, কবি সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, চন্দ্রিমা শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক দুলাল দাস, গোপালগঞ্জ ডিবেটিং ক্লাবের মঈন আহমেদ, প্রবন্ধকার অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আহ্বায় নাসিমা খান, সদস্য সচিব মো. মাসুদ রানাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, আগামী ২৭ ও ২৮ জুলাই টুঙ্গিপাড়া উপজেলার সরকারি জিটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এ ব্যাপারে সংগঠনগুলোর সঙ্গে আমরা প্রস্তুতি সভা করেছি। সংগঠনগুলোর পক্ষ থেকে সংগীত, নিত্য, আবৃত্তি, নাটকসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনের বিষয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে ধারণাগুলো গ্রহণ করা হয়েছে। মেলা উপলক্ষ্যে সেখানে কবি-সাহিত্যিকদের আড্ডা, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলার আয়োজন করা হয়েছে। এই মেলা সফল করতে বিভিন্ন পর্যায়ে এর আগেও প্রস্তুতি সভা করা হয়েছে।