ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে নদনদী সংস্কারের দাবিতে মানববন্ধন

কেশবপুরে নদনদী সংস্কারের দাবিতে মানববন্ধন

যশোরের কেশবপুরে হরিহর নদ ও বুড়িভদ্রা নদী সংস্কারসহ ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত শনিবার বিকেলে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে কেশবপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়। উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক নেতা তাপস দাস, আব্দুল হান্নান, মশিয়ার রহমান প্রমুখ। মানববন্ধনে কেশবপুরের প্রধান দুটি (হরিহর ও বুড়িভদ্রা) নদী খননের মাধ্যমে সংস্কার ও কচুরিপানা অপসারণের দাবি করেন বক্তারা। এছাড়া উপজেলার ২৭ বিলের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত