পঞ্চগড়ে ৩২ কেজির বাঘাইড় মাছ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী মহানন্দায় পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ। গত শনিবার উপজেলার সীমান্তবর্তী সর্দারপাড়া এলাকার সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে এ মাছটি ধরা পড়ে। পরে মাছটি কেটে সমহারে ভাগ করে নেন পাথর শ্রমিকরা। জানা যায়, মহানন্দা নদীতে বিশেষ ধরনের জাল দিয়ে মাছ ধরতে যান জাহাঙ্গীর, বিপ্লব, তরিকুল, বক্কর ও আবু হোসেনসহ ২৫-৩০ জনের একটি দল। তারা জানান, ওপার থেকে মহানন্দা ব্যারাজের স্লুইচগেট বন্ধ করে দিলে নদীর পানি কমে গেলে তারা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎই একজনের পায়ে ওই বাঘাইড় মাছের টের পায়। এরপর সবার চেষ্টায় বিশেষ ধরনের জালে ধরা পড়ে বড় এই বাঘাইড়। মাছটি বাড়িতে আনার পর বিষয়টি জানাজানি হলে তা দেখতে উৎসুক দর্শকদের ভিড় জমে। অনেকে মোবাইল ফোনের মাধ্যমে মাছ কেনার বুকিং দেন।