ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। স্থান সংকুলান না হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে একটির জায়গায় দুইটি ওয়ার্ড খোলা হয়েছে। গতকাল সকালে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।হাসপাতালের দুটি ওয়ার্ডে বর্তমানে ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। জানা গেছে, প্রতিদিন দুই থেকে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন, তারা সবাই ঢাকা ফেরত। ঢাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে বিভিন্ন উপজেলায় গ্রামের বাড়ীতে এসে ডেঙ্গু চিহ্নিত হলে তারা হাসপাতালে ভর্তি হন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার এটিএম নুরুজ্জামান বলেন, প্রতিদিন যে হারে ডেঙ্গু রোগী আসছে তা স্থান সংকুলান না হওয়ায় আরেকটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত