চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাড়ছেই

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. মসিউর রহমান জেহাদ, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। আন্তঃজেলাসহ অভ্যন্তরীণ সড়কে এসব দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানিসহ পঙ্গুত্ববরণ করছেন অনেকেই। সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার জন্য প্রধাণত ৫টি কারণকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগসহ অন্যান্য সূত্রগুলো জানায়, চাঁপাইনবাবগঞ্জে গত আড়াই মাসে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছেন দেড় শতাধিক। সংশ্লিষ্টরা বলছেন- চাঁপাইনবাবগঞ্জে বড় যানবাহনের দুর্ঘটনা কম। বেশির ভাগ দুর্ঘটনাই ঘটছে ছোট যানবাহনে। বিশেষ করে মোটরসাইকেলে দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনুমোদনহীন যানবাহনের চলাচল, ছোট-বড় সব যানবাহনের চালকদের বেপরোয়া মনোভাব, অদক্ষতা ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে বাড়ছে দুর্ঘটনা। পাশাপাশি সড়ক দুর্ঘটনা বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাকে। সংশ্লিষ্টদের মতে, ট্রাকসহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে পণ্যবাহী যানবাহন চালানো, অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে। মোটরসাইকেল দুর্ঘটনার ঊর্ধ্বমুখী প্রবণতা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম সারোয়ার জানান, চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের দুর্ঘটনার অনেক বেশি। এ জেলায় বড় মোটরসাইকেল (১৫০ বা ১৬৫ সিসি) চালায় কিশোর-তরুণ থেকে যুবকরা। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে। তারা সড়কে মোটরসাইকল নিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলে। মূলত সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতির কারণে। চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনার ৭০ শতাংশ মোটরসাইকেল ঘটিত। বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হক জানান, সড়কে দুর্ঘটনা কমাতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালানো হয় বিআরটিএ’র পক্ষ থেকে। কিন্তু তারপরও সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আঞ্চলিক ও স্থানীয় সড়কে দুর্ঘটনার অন্যতম কারণগুলো চিহ্নিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আড়াই মাসে যত দুর্ঘটনা- গত আড়াই মাসে চাঁপাইনবাবগঞ্জে ছোট-বড় অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে সড়কে। এতে নিহত হয়েছেন ১৭ জন। আহত হয়েছেন দেড় শতাধিক। আহতদের মধ্যে দুই ভারতীয় নাগরিকও ছিলেন। গত ৯ মে মাসে শিবগঞ্জের মোবারকপুরে সড়ক দুর্ঘটনায় হাফেজা খাতুন নামে এক শিশু নিহত হয়। ওই ঘটনায় শিশুর মা রেজিনা বেগম গুরতর আহত হয়। ২০ মে সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় কমেলা বেগম (৪৪) নামে পথচারী নিহত হন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে জুন মাসে।