ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাঘের আক্রমণে গরু আহত

বাঘের আক্রমণে গরু আহত

বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের আক্রমণে একটি গরু আহত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার হরমা খাল এলাকায় ঘাস খাওয়ার সময় একটি বাঘ গরুটিকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদের চিৎকারে বাঘটি গরুকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গরুটিকে জবাই করে এবং নামমাত্র মূল্যে মাংস বিক্রি করা হয়।

এর আগেও হরমা খাল এলাকায় কয়েকটি গরু বাঘের আক্রমণের শিকার হয়েছিল। গরুর মালিক বৈদ্যমারি এলাকার ফারুক তালুকদার বলেন, জঙ্গলের পাশেই ঘাস খাচ্ছিল আমাদের গরুটি। হঠাৎ করে বাঘে আক্রমণ করে।

পরে স্থানীয়রা গরুটি জবাই করে দেয়। গরু হারিয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেল। সুন্দরবন পূর্ব বন বিভাগের কাটাখালি টহলফারির ইনচার্জ অনিমেষ সরকার বলেন, হঠাৎ করেই একটা বাঘ গরুটাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বাঘটি গরুটাকে ছেড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত