নড়বড়ে সাঁকো ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আমতলী (বরগুনা) প্রতিনিধি

এলাকাবাসীর উদ্যোগে তৈরি ১১০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে চার গ্রামের মানুষ। এভাবে পারাপার করা যেমন ঝুঁকিপূর্ণ তেমনি ভোগান্তিও রয়েছে। স্থানীয়দের দাবি, এখানে একটি নতুন স্থায়ী সেতু নির্মাণের। সরেজমিন জানা গেছে, ৬ বছর পূর্বে স্বেচ্ছাশ্রমে আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া সিংখালী খালের ওপর ১১০ ফুট দৈর্ঘ্যের ওই কাঠের সাঁকোটি নির্মাণ করেছিল গ্রামবাসী। এরপর প্রতি বছরই সাঁকোটি মেরামত করতে হয়। এটি ব্যবহার করে চার গ্রামের মানুষ। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে। কেউ উঠলেই সাঁকোটি থরথর করে কাঁপে। এভাবেই ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে চলাচল করছে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ নাচনাপাড়া, সিংখালী, দক্ষিণ আমতলী ও মরিচবুনিয়া গ্রামের মানুষ। এই সাঁকোর উত্তর পাড়ে দক্ষিণ পূর্ব আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হুমায়ারা প্রতিবন্ধী বিদ্যালয় আর দক্ষিণপাড়ে পশ্চিম চিলা সিনিয়র ফাজিল মাদরাসা ও মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার অবস্থিত। স্থানীয়রা জানান, প্রতিদিন অন্তত ৫০০ থেকে ৭০০ লোক ও শিক্ষার্থীদের এই সাঁকো দিয়ে পারাপার হয়। তাদের দাবি স্থায়ী দুর্ভোগ লাঘবে সরকারিভাবে এখানে একটি সেতু নির্মাণের। দক্ষিণ পূর্ব আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা, নিছা, মুছা, শারমিন, জননী ও ছুমাইয়া জানায়, প্রতিদিন আমাদের ঝুঁকি নিয়ে সাঁকোটি পার হয়ে স্কুলে যাওয়া-আসা করতে হচ্ছে।